প্রধান শিক্ষক
নাম: অলক কান্তি সেন
ফোন: 01827281344
ইমেইল: principal@bkbkrghs.edu.bd
সুপ্রিয় অভিভাবকবৃন্দ
নমস্কার/আদাব
নারীশিক্ষার পথিকৃৎ বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়কালের স্বাক্ষী।প্রতিষ্ঠালগ্নে যারা অক্লান্ত পরিশ্রম করে এ বিদ্যালয়কে মহীরুহে পরিণত করেছেন তাঁদের অনেকেই আমাদের মাঝে নেই।তাদের আত্মার মারফেরাত কামনা করছি।প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যারা শ্রম,মেধা ও আর্থিক সাহায্য করে বিদ্যালয়ের অবস্থানকে সুদৃঢ় করেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয় একটি সামাজিক ও নৈতিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের আদর্শিক শিক্ষা, নৈতিক শিক্ষা, তথা প্রযুক্তিগত শিক্ষা, হাতে কলমে শিক্ষা এখন সময়ের দাবী। এর সফল বাস্তবায়নে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পরিষদসহ এলাকাবাসীর ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীর মেধা বিকাশে সুনির্দিষ্ট পরিচালনার ধারক সম্মানীত অভিভাবকদের সুদৃষ্টি কামনা করছি।
প্রিয় সুখী,
শিক্ষণ-শিখন বান্ধব পরিবেশের জন্য আসুন সকলে সম্মিলিত অবদান রাখি। নব নব উদ্দীপনায় শিক্ষার্থীরা সুন্দর আগামীর পথ ধরে অগ্রগামী হবে। শুধু শিক্ষকরা শিক্ষা দেবে শিক্ষার্থীরা গ্রহণ করবে তা নয়। সমাজ এ সভ্যতা থেকেও আজিকার শিশু শিক্ষা নেয়। অতএব, কন্টকাকীর্ণ পথকে সুগম করতে অভিভাবকসহ সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করছি।
নোটিশ বোর্ড
সভাপতি
হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী
ফোন 01819869104
ইমেইল chairman@bkbkrghs.edu.bd
প্রধান শিক্ষক
অলক কান্তি সেন
ফোন 01827281344
ইমেইল principal@bkbkrghs.edu.bd